Can't found in the image content. শ্রীমঙ্গল শহর ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ |

EN

শ্রীমঙ্গল শহর ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২

শ্রীমঙ্গল শহর ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাস্তার দু’পাশ এবং ফুটপাতে অবৈধ্য দোকান ও দখলদারদের উচ্ছেদ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসীন মিয়া মধু, সহকারী  কমিশনার (ভূমি) সদ্ধীপ তালুকদার ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার উপস্থিত ছিলেন।

এসময় নতুনবাজার, হবীগঞ্জ রোড, স্টেশন রোডসহ সড়কের পাশে ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।
 
এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসাবানিজ্য না করতে ব্যবসায়ীদের এবং সড়কের পাশে অবৈধভাবে যানবাহন না রাখতে চালকদের সতর্ক করা হয়। 

উচ্ছেদ অভিযান শেষ পর্যায়ে উচ্ছেদের নেতৃত্বদানকারীরা গণমাধ্যমকর্মীদের জানানো হয়, আজকের অভিযান সর্তক বার্তা এর জন্য কাউকে জেল জরিমানা করা হয়নি। ওরা আবারও পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরোদ্ধে জেল জরিমানা করা হবে।