জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ৬, ২০২১
ভেজাল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাতকরণের দায়ে কারখানা মালিক সোহানুর রহমান শিহাবকে (২৪) ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে প্রায় ১শ টন ভেজাল সার ও কীটনাশক।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মনিম লিংকনের ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।
অভিযানে থাকা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন শুক্রবার (৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত জানতে পারেন, সদর উপজেলার ‘ঘুরুলিয়ায় সানওভার এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি’ নামে একটি কারখানায় নকল সার ও কীটনাশক তৈরি এবং তা বিপণন করা হয়। গোপন সোর্সের সংবাদের ভিত্তিতে আদালত সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করেন এবং দেখতে পান, দস্তা সার, এসপি সার এবং ফুরাডান কীটনাশক ইত্যাদি কাঠের গুঁড়ো, টাইলসের গুঁড়ো, সিলেট স্যান্ড, রঙ ও অ্যাসিড দিয়ে তৈরি করা হচ্ছে। এ ঘটনায় আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (১) ধারায় কারখানা মালিক শিহাবকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ওই কারখানা থেকে প্রায় ১শ টন নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। পরে মালামাল সরিয়ে কারখানা সিলগালা করা হয়।