Can't found in the image content. 'শিশুর শিক্ষায় অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

'শিশুর শিক্ষায় অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২

'শিশুর শিক্ষায় অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য
শিক্ষার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে ঝালকাঠিতে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। 'শিশুর শিক্ষায় অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য' এই বিষয়টিকে সামনে রেখে উক্ত সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ১৬১ নং আগলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টার সময় অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশ।

টিআইবি'র সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সহযোগি এক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সহযোগিতায় অভিভাবক সমাবেশের আয়োজন করে আগলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ। সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক সুজিত কান্তি বোসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার, মোসাঃ ফাতিমা, শাহনাজ পারভীন, কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক সজিব চক্রবর্তী, বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্য তমা মুখার্জি ও মিজানুর রহমান প্রমুখ। বিদ্যালয়টির বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্ধশতাধিক অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। অভিভাবকগণ তাদের সন্তানদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।

অভিভাবকদের একজন মোসাঃ মিনারা বলেন, 'বাচ্চাদেরকে হাতে ধরে ধরে শিক্ষকদের পড়ানো দরকার। টয়লেটকে ব্যবহার উপযোগি রাখা, পাশের ডোবাটি ভরাট করাসহ খেলার মাঠটি উঁচু করা দরকার।'

অপর একজন অভিভাবক মোসাঃ হাসিনা বেগম বলেন, 'বিদ্যালয়ে বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষকের পদ শুন্য, এখানে আরো শিক্ষক প্রয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীদের পানির জন্য একটি নলকুপ স্থাপন করাও জরুরী।'

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, 'আজকের অভিভাবক সমাবেশে উপস্থিত থাকার ফলে বিদ্যালয়ের যেসকল সমস্যা সম্পর্কে অবগত হলাম, দ্রুতই এসব সমস্যার সমাধান করা হবে। আগামী দু/এক মাসের মধ্যে এই বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক দেয়া হবে। আপনার সন্তানদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক হিসেবে আপনাদেরও দায়িত্ব অনেক। শিশুরা সঠিকভাবে বিদ্যালয়ে আসে কিনা, মিথ্যা বলে বিদ্যালয়ে আসা বন্ধ রাখে কিনা, বিদ্যালয়ে শিক্ষকগণ সঠিকভাবে পাঠদান করেন কিনা বা ক্লাসে আপনার সন্তান পড়াশুনায় মনোযোগি কিনা এসব বিষয়ে খোঁজ খবর রাখা অভিভাবক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে।' 
বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের জন্য সমাবেশে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকদেরকে একটি আবেদন করার নির্দেশ প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার। এছাড়াও অভিভাবকদেরকে ফোন করে শিক্ষার্থীদের পড়াশুনাসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেয়ার জন্য শিক্ষকদেরকে নির্দেশনা প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়াও তিনি জানান, মাঠ ভরাট করার জন্য শিক্ষা বিভাগের কোনো ব্যবস্থা নেই তবে স্থানীয় জনপ্রতিনিধিদের বা অন্য কোনো মাধ্যমে এবিষয়ে উদ্যোগ নেয়া যেতে পারে।

ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালানায় অভিভাবক সমাবেশে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।