Can't found in the image content. রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি কমিশনার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি কমিশনার

রাজধানী ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি কমিশনার
মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার জন্য বিএনপি কোনো অনুপতি পাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোহরাওয়ার্দী উদ্যানে নয়, পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির পক্ষ থেকে সমাবেশের আয়োজন করতে অনুমতি চাওয়ার ব্যাপারে মন্তব্য জানতে সাংবাদিকরা যোগাযোগ করেন ডিএমপি কমিশনারের সঙ্গে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার জন্য অনুমতি দেয়া হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যান বাদে অন্য কোনো স্থানের নাম এখনো প্রন্তাব করেনি বিএনপি।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে আলোচনা করার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ সাংবাদিকদের জানান, আমরা শুরু থেকেই বলছি নয়াপল্টনে সমাবেশ করব। পুলিশের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ এর মধ্যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে। এই বিষয়েই আলোচনা করার জন্য এসেছিলাম।