Can't found in the image content. চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ৮, ২০২১

চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

 

দিবস উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএইচএম শামিমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ জীবনের জন্য আমাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার।