জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ৬, ২০২১
সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার রাতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চট্টগ্রামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সীতাকুণ্ডের ‘টেরিয়াল’ নামক স্থানে মহাসড়কের ওপর স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সওজ।
সওজ চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, চট্টগ্রাম সড়ক বিভাগের অধীনে ঢাকা (যাত্রাবাড়ী), কুমিল্লা (ময়নামতি) হতে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ১৯৬ কিলোমিটারে ‘টেরিয়াল’ নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজ নির্মাণকাজ চলমান রয়েছে।
তিনি জানান, নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শনিবার ভোর সাড়ে ৫টা হতে সকাল ৭টা (১ঘণ্টা ৩০ মিনিট) পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ সময় সড়কে গাড়ির চাপ কিছুটা কম থাকার কারণে এই সময়টা নির্ধারণ করা হয়েছে বলে জানান সওজের এই কর্মকর্তা।
দুই কোটি টাকা ব্যয়ে চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া এই ফুটওভার ব্রিজের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে।
জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য সওজ চট্টগ্রাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।