দীর্ঘ তিন বছর পর আজ খুলে দিয়েছে ভারত-বাংলা বর্ডার হাট। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই বর্ডার হাট, ফলে কর্মহীন হয়ে পরেছিল ক্রেতা/বিক্রেতা সহ হাটে সম্পৃক্ত লেবার কুলিরাও।
আজকে আনুষ্ঠানিকভাবে বর্ডার হাটটি খুলে দেওয়া হয়েছে। হাট খুলে দেওয়ায় খুশি দুই দেশের ক্রেতা বিক্রেতারা। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের আলম পাতি জেলার কালাইয়েরচরে যৌথভাবে এ হাটটি উদ্বোধন করা হয় ২০১১ সালে।
গত ১৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে আলোচনায় নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাটটি খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়।
বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশের পক্ষে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এবং ভারতের পক্ষে দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা উপস্থিত থেকে বর্ডার হাট টি আনুষ্ঠানিক ভাবে খুলে দেয়।
এছাড়াও দুই দেশের বিজিবি, বিএসএফ ও হাটের ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন।