Can't found in the image content. সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে এক্টিভ সিটিজেন্স গ্রুপ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে এক্টিভ সিটিজেন্স গ্রুপ

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২

সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে এক্টিভ সিটিজেন্স গ্রুপ
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ঝালকাঠি সদর হাসপাতালের সেবার মানোন্নয়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন টিআইবি'র নবগঠিত এক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যরা। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় উক্ত মত প্রকাশ করেন গ্রুপের সদস্যরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)'র সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সহযোগিতায় ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সনাক'র স্বাস্থ্য উপকমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার, কবিতা হাওলাদার, এসিজি সদস্য অলোক সাহা, সাদিয়া, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আফরোজা খানম প্রমুখ।

টিআইবি'র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ডাঃ এইচ এম জহিরুল ইসলাম বলেন, 'ঝালকাঠি সদর হাসপাতালে যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল সেবা সঠিকভাবে পেতে সেবামূল্যের বিপরীতে রশিদ প্রদানের ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করার ফলে হাসপাতালের রেভিনিউ বেড়েছে দ্বিগুন। তেমনিভাবে পূর্বের তুলনায় রোগীর সংখ্যাও বেড়েছে দ্বিগুন। হাসপাতালকে দালালমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পূর্বের তুলনায় দালালের উৎপাত অনেক কমেছে। সনাক'র সহযোগিতা নিয়ে আমরা সদর হাসপাতালের সেবা সংক্রান্ত একটি তথ্যপত্র তৈরী করেছি। এটা প্রচারণার জন্য ব্যবহৃত হলে সাধারণ মানুষ হাসপাতালের সেবার ধরণ, সেবা মূল্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবে। সনাক, ইয়েস এবং এসিজি সদস্যদের আরো সহযোগিতা পেলে রোগীদের জন্য সদর হাসপাতালকে আরো সেবাবন্ধব করা সম্ভব হবে।'

এসিজি সদস্য সাংবাদিক অলোক সাহা বলেন, 'স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে লাইফ সাপোর্ট সুবিধা সম্বলিত একটি স্পেশালাইজড এম্বুলেন্স ঝালকাঠি সদর হাসপাতালে দেয়া হয়েছে বলে আমরা অবগত হয়েছি। কিন্তু এম্বুলেন্সটির জন্য প্রয়োজনীয় সংখ্যক নার্স বা অন্যান্য স্টাফ না থাকায় এর যথাযথ ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে ঝালকাঠির সাধারণ মানুষ। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরে সমস্যা নিরোসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।'

সনাক সদস্য কবিতা হাওলাদার বলেন, 'মতবিনিময় সভার মাধ্যমে মূলতঃ একে অপরের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা যায়। এবং আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যা নিরোসন করা সম্ভব হয়।'

সনাক সদস্য মোঃ নজরুল ইসলাম তালুকদার বলেন, 'হাসপাতালের ডাক্তার, নার্স বা কর্মকর্তা-কর্মচারীদের সেবা নিয়ে একজন রোগী যেন মন থেকে দোয়া করেন এমন একটি চিত্র আমরা প্রত্যাশা করি। আশা করছি হাসপাতালের তত্বাবধায়কের নেতৃত্বে সুন্দর একটি সেবা বান্ধব প্রতিষ্ঠান হিসেবে সদর হাসপাতাল সুনাম অর্জনে সক্ষম হবে।'

এসময় আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ দীন মোহাম্মদসহ সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।