Can't found in the image content. ফুলবাড়ীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের জন্মদিন পালন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের জন্মদিন পালন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, নভেম্বর ৩০, ২০২২

ফুলবাড়ীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের জন্মদিন পালন
দিনাজপুরের ফুলবাড়ীতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় দলীয় নেতা কর্মিদের উদ্যেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,কোষাধক্ষ এনামুল হক সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসহযোগী সংঠনের নেতৃবৃন্দরা। শেষে কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ মোস্তাফিজুর রহমান ফিজারের ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়।