ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফরিদপুরে উন্নয়ন কাজ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের সেক্রেটারি

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ৭, ২০২১

ফরিদপুরে উন্নয়ন কাজ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের সেক্রেটারি

দুই দিনের সফরে ফরিদপুরে এসেছেন ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি দেবব্রত পাল। তিনি ফরিদপুর রামকৃষ্ণ মিশনে ভারত সরকারের অর্থায়নে নির্মিত কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন মিশন প্রধান।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর শহরের চরকমলাপুরে রামকৃষ্ণ মিশনে ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দেবব্রত পাল সস্ত্রীক এসে পৌঁছেন।

 

ফরিদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ জানিয়েছেন, সড়কপথে দুই দিনের সফরে ফরিদপুর এসেছেন তিনি।

 

স্বামী সুরবরানন্দ বলেন, ভারত সরকারের অর্থায়নে রামকৃষ্ণ মিশনে আশ্রমের ছাত্রাবাস, অডিটোরিয়াম, গ্রন্থাগার, পাঠকক্ষ ও মিউজিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করবেন ভারতীয় দূতাবাসের এই কর্মকর্তা। তিনি শুক্রবার বিকালে ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করবেন।