ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক কমিটি বহাল

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, নভেম্বর ২৮, ২০২২

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক কমিটি বহাল
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে সাবেক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এ সময় সাবেক জেলা কমিটির ১নং সদস্য সাবেক এমপি অধ্যাপক মো. শাহ আলমকে জাতীয় কমিটির সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে।

এর আগে আজ দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, যারা হাওয়া ভবন করে লুট করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে ওই দল বিএনপির বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। ১০ ডিসেম্বর বিএনপি কিছুই করতে পারবে না। ওই দিন আমরাও মাঠে থাকব। তবে আমার তাদের বাঁধা দিব না। কিন্তু তারা যদি আগুন নিয়ে খেলতে চান। লাঠি নিয়ে খেলতে চান। তাহলে আমরা তা হতে দেব না। বিএনপির সঙ্গে খেলা হবে। খেলা হবে নির্বাচনে, খেলা হবে লুট পাটের বিরুদ্ধে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে বলেন, কানাডার আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও। তিনি বলেন,রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ না। মানুষকে ধোকা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এসময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরো বলেন,  ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন  করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে করা হয়েছে।

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তি চুক্তির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এমপি, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান ও কেন্দ্রীয় সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু ও মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক প্রমুখ।

২০১৫ সালের ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম আউয়ালকে সভাপতি ও অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।