Can't found in the image content. নিজস্ব স্মার্টফোন তৈরির কথা ভাবছেন ইলন মাস্ক! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জানুয়ারী ১২, ২০২৫ |

EN

নিজস্ব স্মার্টফোন তৈরির কথা ভাবছেন ইলন মাস্ক!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ২৭, ২০২২

নিজস্ব স্মার্টফোন তৈরির কথা ভাবছেন ইলন মাস্ক!
তথ্য-প্রযুক্তির এই সময়ে শীর্ষ দুই প্রতিষ্ঠান অ্যাপল ও গুগল তাদের অ্যাপস্টোর থেকে সোশ্যাল মিডিয়া টুইটার অ্যাপ সরিয়ে ফেলতে পারে—এমন শঙ্কা থেকে নিজস্ব স্মার্টফোন প্ল্যাটফর্ম তৈরির কথা বিবেচনা করছেন টুইটারের কর্ণধার ইলন মাস্ক।

শনিবার (২৬ নভেম্বর) টুইটারে এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘আমি আশা করছি এমনটা যেন না হয়। কিন্তু হ্যাঁ, যদি কোনো উপায় না থাকে তাহলে বিকল্প ফোন বানাব আমি।’


এদিকে কদিন ধরেই অ্যাপল-গুগলের সঙ্গে টেসলার প্রধানের সংঘাতের আভাস মিলছে। মূলত বিজ্ঞাপন, কনটেন্ট মডারেশন ও মাত্রাতিরিক্ত অ্যাপস্টোর ফির মতো নানা ব্যাপার নিয়েই এই সংঘাতের আভাস।

এদিকে গত সপ্তাহেই টুইটারে নিষিদ্ধ হওয়া সব অ্যাকাউন্টের জন্য সাধারণ ক্ষমা প্রস্তাব দিয়ে ফের সমালোচনার মুখে পড়েন ইলন মাস্ক। তার সাম্প্রতিক এই উদারপন্থী কর্মকাণ্ডে অ্যাপল-গুগল থেকে টুইটার অ্যাপ মুছে দেয়ার শঙ্কা আরও বেড়ে যায়।

ডানপন্থী পডকাস্ট উপস্থাপক লিজ হুইলার অ্যাপল-গুগলকে পক্ষপাতদুষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান আখ্যা দিয়ে ‘টেলনফোন’ নির্মাণের জন্য ইলন মাস্ককে পরামর্শ দিয়ে টুইট করেছিলেন। যেখানে নিজের মন্তব্যে বিকল্প ফোন তৈরির ভাবনার কথা জানান ইলন।