এ বছর কোনো ছবি মুক্তি পায়নি আম্বার হার্ডের। তবু Google-এ মার্কিনিরা তাঁকেই সবচেয়ে বেশি খুঁজেছে। অভিনেতা স্বামী জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর মামলার কারণে বছরজুড়েই গণমাধ্যমের শিরোনাম ছিলেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী। গুগলে তাঁকে সর্বাধিকবার খোঁজার এটাই হতে পারে সম্ভাব্য কারণ।
‘সেলেব ট্যাটলার’-এর অনুসন্ধান ধরে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গুগলে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি মাসে ৫৬ লাখবার আম্বার হার্ড নাম লিখে খোঁজা হয়েছে। ২০২২ সালে ১৫০ জনের বেশি তারকার গুগল অনুসন্ধান ঘেঁটে ৩৬ বছর বয়সী অভিনেত্রীর নাম সবার ওপরে দেখতে পেয়েছে সেলেব ট্যাটলার।
২০১৮ ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গার্হস্থ্য নির্যাতনের শিকার বলে দাবি করেছিলেন আম্বার। সেই সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ। মামলায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার জয় হলেও অনেকের সহানুভূতি যেমন কুড়িয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী, তেমনি নিন্দাও কুড়িয়েছেন। এ বছর গুগল অনুসন্ধানে আম্বারের পরেই পাওয়া গেছে জনি ডেপের নাম। তাঁকে প্রতি মাসে গড়ে ৫৫ লাখবার খোঁজা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর ঘটনাটি রয়েছে তালিকার তৃতীয় স্থানে। প্রতি মাসে গড়ে ৪৩ লাখবার খোঁজা হয়েছে তাঁকে। চতুর্থ অবস্থানে আছেন আমেরিকান ফুটবলার টম ব্রাডি। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন মডেল-উপস্থাপিকা-ব্যবসায়ী কিম কার্দাশিয়ান ও স্ট্যান্ডআপ কমেডিয়ান পিট ডেভিডসন।
তালিকার সপ্তম স্থানে রয়েছেন আম্বার হার্ডের সাবেক প্রেমিক ও ধনকুবের ইলন মাস্ক।