Can't found in the image content. আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন : শত কোটির ক্ষয়ক্ষতি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন : শত কোটির ক্ষয়ক্ষতি

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ২৬, ২০২২

আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন : শত কোটির ক্ষয়ক্ষতি
যশোরের শার্শার সরকার দলীয় এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল জুট উইভিং মিলে এক ভয়াবহ আগুণে শত কোটি টাকার পাট ও মিলের মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এসময় শত শত নারী পুরুষ শ্রমিক মিলের মধ্যে কাজ করছিল। তাড়াহুড়া করে বেরুতে গেলে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। 
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা: সঞ্জিব দাস এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী।

নাজিরপুর উপজেলায় চলতি রবি মৌসুমে ২৪.২১৫ মে:টন বীজ, ৩৭.১৫ মে:টন ডিএপি সার এবং ৩১.৫০ মে:টন এমওপি সার, ৮ হাজার ৫৫ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। মন্ত্রী আজ ২ শতাধিক কৃষকের উপস্থিতিতে ৩ জন কৃষকের হাতে এ উপকরণ প্রদান করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি সিডড় যন্ত্র কৃষকদের হাতে তুলে দেন।