Can't found in the image content. শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নজর কাড়লেন মৌ খান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নজর কাড়লেন মৌ খান

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, নভেম্বর ২৬, ২০২২

শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নজর কাড়লেন মৌ খান
চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত বিশ্বকাপ ফুটবল। এ নিয়ে চলছে উন্মাদনা। পছন্দের দল ও খেলোয়াড়কে নিয়ে সাধারণ ভক্ত-সমর্থক থেকে শুরু করে মেতে উঠেছেন তারকারাও। এবার প্রিয় ফুটবলার মেসিকে ভালোবেসে শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে ভাইরাল হলেন ঢালিউড অভিনেত্রী মৌ খান।

মেসিকে নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা বললেন, আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।

আর্জেন্টিনার পতাকা শরীরে জড়িয়ে নজর কাড়া এই অভিনেত্রী আরও বলেন, সবাই তো জার্সি পরে ছবি তোলে। আমার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকে পতাকা জড়িয়ে ছবি তুললাম। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।

উল্লেখ্য, মৌ খান বর্তমানে বাহাদুরি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গতকাল শুক্রবার তিনি মিরপুরের বিভিন্ন লোকেশনে শফিক আহমেদের পরিচালনায় এই ছবির শুটিংয়ে অংশ নেন। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এছাড়াও মৌ অভিনীত সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।