ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রেল ষ্টেশনে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ৭, ২০২১

শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রেল ষ্টেশনে বিক্ষোভ

রেল ষ্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রেল ষ্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা।

রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকা যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শিক্ষার্থীরা জানায়, পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাত্রী বেশি থাকায় স্ট্যান্ডিং টিকিট বিক্রি করেন টিটি। কিন্তু পরে স্ট্যান্ডিং টিকিট কাটা বেশ কয়েকজন শিক্ষার্থীকে ট্রেন থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয় এবং নাইম নামের একজনের এডমিড কার্ড, মোবাইল ও ব্যাগ ট্রেনেই থেকে যায়।

পরে পুলিশ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা ওই টিটির শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় বাগবিতন্ডা চলার পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।