ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

দীর্ঘ ৭ বছর পর কক্সবাজারে আবারও পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ২৬, ২০২২

দীর্ঘ ৭ বছর পর কক্সবাজারে আবারও পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ আসরের উদ্বোধন করেন পৌর মেয়র মুজিবুর রহমান।

শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রমুখ এই সময় তারা জানান তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় বের করা আনা এই লীগের মূল লক্ষ্য৷

বহুল প্রতীক্ষিত এই লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রামু যুব একাদশ বনাম চকরিয়া ফুটবল একাডেমি। ম্যাচের শুরুতেই আক্রমণে ছিল চকরিয়া। তবে রামুর গোলবারে ছিল দক্ষ গোলকীপার।  দূর্বল শট হওয়ায় প্রতিটি বলের নিয়ন্ত্রণ রেখেছে রামু যুব একাদশের রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধেও সেই আগের দূর্বল শট উভয় পক্ষের। যার কারণে গোলশূন্য হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে উভয় দলকে৷

খেলা শেষে উভয়দলের প্রতিনিধিরা জানান ড্র হলেও শতভাগ জয়ের উদ্দেশ্যে খেলছিল তারা তবে পরবর্তী ম্যাচে ঘুরে দাড়ানোর ইঙ্গিত ও দেন তারা৷

উল্লেখ্য ২০১৪-১৫ সালের পর দীর্ঘ সাত বছর পর  চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরের ১ম পর্বেই ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছেন৷