ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ |

EN

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশের গুলি

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশের গুলি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্টের আসামি গ্রেফতারে অভিযানে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৮ রাউন্ড শর্ট গানের গুলিবর্ষণ করেছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ সময় পুলিশ দুটি রামদা উদ্ধার করেছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদনাইলের পূর্ব এনায়েতনগরের ডিএনডি খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ গোদনাইলের পূর্ব এনায়েতনগর এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্টের আসামি গ্রেফতারে অভিযানে বের হয়।

এ সময় মাঠের অন্ধকারে কিছু লোকজনকে দেখতে পেয়ে তাদের কাছে যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ পাল্টা শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন্ধ হয়ে এলাকার সব দোকান-পাট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, সন্ধ্যার পর অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ ১৮ রাউন্ট শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।