Can't found in the image content. মেয়েকে জনসমক্ষে আনা নিয়ে চিন্তিত আলিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মেয়েকে জনসমক্ষে আনা নিয়ে চিন্তিত আলিয়া

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

মেয়েকে জনসমক্ষে আনা নিয়ে চিন্তিত আলিয়া
এখনও এক মাস হয়নি মা হয়েছেন আলিয়া ভাট। তবে এখনও মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। তবে মেয়েকে নিয়ে এখন থেকেই চিন্তায় অভিনেত্রী। 

মেয়ে যদি বড় হয়ে অভিনেত্রী হতে চান কী করবেন? এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা বললেন আলিয়া।

তিনি খোলাখুলি জানান, মেয়েকে সংবাদমাধ্যমে সামনে আনার বিষয়ে এক রকম দ্বন্দ্বেই রয়েছেন তিনি। আলিয়া বলেন, আমি এই জীবনটা বেছে নিয়েছি আমার জন্য, কিন্তু ভবিষ্যতে হতেই পারে আমার সন্তান এই পথে হাঁটল না। এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় রয়েছি। 

মেয়ের বড় হয়ে অভিনেত্রী হওয়া প্রসঙ্গে আলিয়া বলেন, আমি আমার সন্তাকে নিয়ে আগাম কোনো পরিকল্পনা করছি না। আমি এখন থেকে কিছু ভাবছি না। কারণ, আশা করে রাখলে পরে তা পূর্ণ না হলে খারাপ লাগা থাকে। ও নিজের মতোই বড় হোক।