ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জুন ২, ২০২৪ |

EN

ঝগড়ার পর আঘাতে প্রাণ গেল শাশুড়ির, পুত্রবধূ আটক

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, অক্টোবর ৬, ২০২১

ঝগড়ার পর আঘাতে প্রাণ গেল শাশুড়ির, পুত্রবধূ আটক

হবিগঞ্জে পুত্রবধূর সঙ্গে ঝগড়ার পর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনায় পুত্রবধূ নাজমা চৌধুরীকে (৪৫) আটক করেছে পুলিশ।

 

বুধবার সকালে শহরতলির বড় বহুলা গ্রামে ঘটনা ঘটে।

 

নিহত বৃদ্ধার নাম সফর চাঁন বিবি (৭০) তিনি একই গ্রামের মৃত মহরম আলীর স্ত্রী।

 

স্থানীয়রা জানান, পুত্রবধূ নাজমা চৌধুরীর সঙ্গে তার শাশুড়ি শফর চাঁন বিবির প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হতো। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সময় পুত্রবধূর আঘাতে শাশুড়ি আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

 

বুধবার ভোরে শফর চাঁন বিবি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করেছে।

 

সদর থানার ওমি মো. মাসুক আলী জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে।