Can't found in the image content. আবারও প্রেম করার ইচ্ছা প্রকাশ করলেন সুবাহ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

আবারও প্রেম করার ইচ্ছা প্রকাশ করলেন সুবাহ

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

আবারও প্রেম করার ইচ্ছা প্রকাশ করলেন সুবাহ
নতুন করে বড়পর্দায় নাম লেখানো নায়িকা হুমায়রা সুবাহ। তবে তার শুরুটা সহজ পথে না। বাঁকাপথে চলেই লাইমলাইটে এসেছেন নবাগত এই নায়িকা। ভাইরাল হয়েই সবার নজরে এসেছেন তিনি।

শোবিজের আলোচিত নাম মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম-বিচ্ছেদের পরে রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি। এরপরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে কেন্দ্র করে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী। তবে বর্তমানে সেই সব অতীতকে পেছনে ফেলে কাজে ব্যস্ত সুবাহ।


এবার নতুন করে ফেসবুকে দিয়েছেন পোস্ট। সেটা নিয়েও চলছে আলোচনা। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সুবহা লিখেছেন, ‘লাইফে কাজ, ফ্যামিলি, ফ্রেন্ডস ছাড়া কিছুই নেই। বোরিং হয়ে গেছি। একটা প্রেম করলে হয়তো ভালো লাগতো।’

আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। ব্যক্তিজীবনের তীক্ত অতীত ভুলে এখন কাজে মনোযোগী তিনি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হলো সুবাহর।