Can't found in the image content. না ফেরার দেশে সাবেক প্রধান শিক্ষক বাবু নিত্যানন্দ পাল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

না ফেরার দেশে সাবেক প্রধান শিক্ষক বাবু নিত্যানন্দ পাল

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

না ফেরার দেশে সাবেক প্রধান শিক্ষক বাবু নিত্যানন্দ পাল
নেত্রকোনার মদনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় বাবু নিত্যানন্দ পাল (৮০) স্যার আর নেই।
 
বুধবার (২৪ নভেম্বর) সন্ধা ৫:৪৫ মিনিটে নিজ বাড়ীতে তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি সর্বমহলে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় শিক্ষক ছিলেন। প্রয়ানকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর ছোট ছেলে পল্লব পাল জানান, আজ সন্ধায় আমার বাবা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ রাতেই আত্মীয় স্বজনরা আসলে বাড়িতেই বাবার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।