দিনাজপুরের নবাবগঞ্জে ভু-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি আদর্শ কৃষক প্রশিক্ষন শুরু হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) নবাবগঞ্জ জোন এ প্রশিক্ষনের আয়োজন করে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন বিএমডিএ এর ঠাকুরগাঁও সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন।
বিএমডিএ নবাবগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিএমডিএ-এর দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এজাদুল ইসলাম প্রমুখ। ৫০ জন কৃষক এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।