বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম বলেন, কৃষকরাই হলো দেশের সূর্য সন্তান,আপনাদের স্যালুট। করোনা কালিন সময়ে সবাই যখন ঘরে ঘরে ছিল,কৃষকরা তখনও থেমে থাকেনি,তারা তাদের জমিতে ফসল ফলিয়ে আমাদের মুখে খাবার যুগিয়েছে। সেই সময়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কৃষকদের মাঝে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদান করা হয়। বর্তমানে ১ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী নবাবগঞ্জের আফতাবগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড শাখার আয়োজনে আফতাবগঞ্জ ইসলামীয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্তরে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের গ্রামীণ কৃষি ভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে তরান্বিত করার উদ্দ্যেশ্যে এই ঋণ কার্যক্রম। সরকার আপনাদের স্বল্প সুদে ঋণ প্রদান করছে। ঋণ নিয়ে নিজের অর্থনৈতিক স্বচ্ছলতা আনবেন সাথে দেশকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সহায়তা করবেন।
সোনালী ব্যাংক আফতাবগঞ্জ শাখার ম্যানেজার সুব্রত দাসের সভাপতিত্বে এবং আইটি অফিসার শামীম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের পরিচালক (পরিদর্শন) মধু সুদন বনিক, রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান, আবু হেনা গোলাম সাইয়েদে সাকলাইন, এসিস্ট্যান্ট ম্যানেজার এ.কে.এম মাহবুব উল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ৩০ জন কৃষকদের মাঝে আলু চাষের জন্য ১২ লক্ষ্যাধিক টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।