ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২

রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যেগে ভুলতা গাউছিয়া এলাকাস্থ ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল হকের নেতৃত্বে  মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় থেকে সাড়ে বারটা পর্যন্ত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ কামরুল হাসান মারুফ বিভিন্ন অনিয়মের জন্য ৬ টি বাসকে ১৮ হাজার টাকা জরিমানা ও একটি লেগুনাকে ডাম্পিং করেন। 

অভিযানে অংশ নেয় থানার ওসি এএফএম সায়েদ, ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, কাঁচপুর থানার ট্রাফিক ইন্সপেক্টর ওমর ফারুক, সার্জেন্ট সফিক সহ থানা ও ফাঁড়ির পুলিশ।

অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা সহ মহাসড়কে বসানো ফুটপাত উচ্ছেদ করা হয়। 

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল হক জানান জেলা প্রশাসনের নির্দেশে এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।  মহাসড়কে কোন অবৈধ স্থাপনা থাকবেনা জানিয়ে তিনি বলেন প্রতি সপ্তাহে এখানে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে।