Can't found in the image content. নাফ নদীতে মিয়ানমারের বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নাফ নদীতে মিয়ানমারের বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২

নাফ নদীতে মিয়ানমারের বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
নাফ নদীতে মাছ শিকারে যাওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম (৩৮) টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ জানান, ‘সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার শেষে একই দিন বিকেলে ফেরত আসার সময় আচমকা বিজিপি'র একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোঁড়ে। এসময় জেলে মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে মাঝিমাল্লারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম জানান, ‘বিকিলে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তার ডান পায়ে একটি গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরন করা হয়েছে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘একজন জেলে গুলিবিদ্ধের খবর শুনেছি। ঘটনার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’