Can't found in the image content. আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর বর্ষসেরা টেলর সুইফট | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর বর্ষসেরা টেলর সুইফট

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ২১, ২০২২

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর বর্ষসেরা টেলর সুইফট
পপ সুপারস্টার টেলর সুইফট আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান জিতেছেন।

রবিবার (২০ নভেম্বর) রাতে লসঅ্যাঞ্জেলেসে জমকালো এই আসর বসে। যেখানে বছরের সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হন টেলর। ‘অ্যান্টি-হিরো’ গায়িকা ধন্যবাদ জানান শ্রোতা ও ভোটারদের। যারা তাকে বর্ষসেরা হিসেবে নির্বাচিত করেছে। শুধু বর্ষসেরাই নন, টেলর জিতেছে আরও বেশ কটি বিভাগের পুরস্কার। যেন এবারের আসরটি বসেছে টেলরকে ঘিরেই! 



টেলর অ্যাওয়ার্ড মঞ্চে উঠে বলেন, ‘আমি এখনও গান করছি এবং আপনারা এখনও সেগুলো আগ্রহ নিয়ে শোনেন; এটা আমার কাছে কতটা অবিশ্বাস্য তা আমি প্রকাশ করতে পারবো না।’

কৌতুক অভিনেতা ও সঞ্চালক ওয়েন ব্র্যাডি মজা করে এদিনের আয়োজনে টেনে আনেন অস্কার আসরে ক্রিস রকের ওপর উইল স্মিথের চড়কাণ্ডের প্রসঙ্গ! সেই ঘটনার রেশ টেনে ব্র্যাডি রসিকতা করে বলেন, ‘আজ রাতে কেউ চড় মারবে না তো!’

একসঙ্গে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২২:

বর্ষসেরা শিল্পী- টেলর সুইফট

বছরের নতুন শিল্পী- ডভ ক্যামেরন গেইল

বছরের সেরা যৌথ উদ্যোগ- এলটন জন এবং ডুয়া লিপা, কোল্ড হার্ট ও পিএনএইউ রিমিক্স

প্রিয় ট্যুরিং শিল্পী- কোল্ড প্লে

প্রিয় মিউজিক ভিডিও- টেলর সুইফট, অল টু ওয়েল (টেলরের সংস্করণ)

প্রিয় পপ শিল্পী (পুরুষ)- হ্যারি স্টাইলস

প্রিয় পপ শিল্পী (নারী)- টেলর সুইফট

প্রিয় পপ ডুও বা গ্রুপ - বিটিএস

প্রিয় পপ অ্যালবাম- টেলর সুইফট, লাল (টেলর সংস্করণ)

প্রিয় পপ গান- হ্যারি স্টাইল, অ্যাজ ইট 

প্রিয় দেশাত্ববোধক শিল্পী (পুরুষ)- মরগান ওয়ালেন

প্রিয় দেশাত্ববোধক শিল্পী (নারী)- টেলর সুইফট

প্রিয় দেশাত্ববোধক ডুও বা গ্রুপ- ড্যান + শায়

প্রিয় দেশের অ্যালবাম- টেলর সুইফট: লাল (টেলর সংস্করণ)

প্রিয় দেশের গান- মরগান ওয়ালেন, ওয়াস্টেড অন ইউ

প্রিয় হিপ-হপ শিল্পী (পুরুষ)- কেন্দ্রিক লামার

প্রিয় হিপ-হপ শিল্পী (নারী)- নিকি মিনাজ

প্রিয় হিপ-হপ অ্যালবাম- কেন্ড্রিক লামার, মিস্টার মোরালে এবং বিগ স্টেপারস

প্রিয় হিপ-হপ গান- ফিউচার ফিচারিং ড্রেক এন্ড টিমস, ওয়েট ফর ইউ

প্রিয় আর এন বি শিল্পী (পরুষ)- ক্রিস ব্রাউন

প্রিয় আর এন বি শিল্পী (নারী)- বিয়ন্সে

প্রিয় আর এন বি অ্যালবাম- বিয়ন্সে- রেনেসাঁ

প্রিয় আর এন বি গান- উইজকিড ফিচারিং টিমস- অ্যাসেন্স

প্রিয় ল্যাটিন শিল্পী (পুরুষ)- ব্যাড বানি

প্রিয় ল্যাটিন শিল্পী (নারী)- অনিত্তা

প্রিয় ল্যাটিন গ্রুপ- ইয়ার্তিজা

প্রিয় ল্যাটিন অ্যালবাম- ব্যাড বানি, আন ভেরানো সিন টি

প্রিয় ল্যাটিন গান- সেবাস্টিয়ান যাত্রা, ডস ওরুগুইটাস

প্রিয় রক শিল্পী- মেশিনগান কেলি

প্রিয় রক গান- মানেস্কিন, বেগিন

প্রিয় রক অ্যালবাম- ঘোস্ট, ইম্পেরা

প্রিয় অনুপ্রেরণামূলক শিল্পী- ফর কিং অ্যান্ড কান্ট্রি

প্রিয় গসপেল শিল্পী- তমেলা মান

প্রিয় নাচ/ইলেক্ট্রনিক শিল্পী- মার্শমেলো

প্রিয় সাউন্ডট্র্যাক- এলভিস

প্রিয় অ্যাফ্রোবিটস শিল্পী- উইজকিড

প্রিয় কে-পপ- বিটিএস

সূত্র: এনডিটিভি