ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

টাঙ্গাইলের মধুপুরে গির্জা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ১৯, ২০২২

টাঙ্গাইলের মধুপুরে গির্জা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে সেন্ট পৌলস্ নব নির্মিত গির্জা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৮ নভেম্বর২২)ইং সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পীরগাছা ধর্মপল্লীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের পীরগাছা ধর্মপল্লীতে নতুন গির্জা ভবনের উদ্বোধনের পর মিশা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গারো মেয়েদের নৃত্য পরিবেশনার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান জমে উঠে। পরে বিকেলে প্রয়াত পাল পুরোহিত ইউজিন হোমরিক সিএসসি আত্ম জীবন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো মেয়েরা নৃত্য পরিবেশন করে। 

এসময় ময়মনসিংহ ধর্ম প্রদেশের পাল পুরোহিত পল পনেন কুবি, পীরগাছা ধর্ম পল্লীর পাল পুরোহিত লরেন্স রোজারিও, জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক ও কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব ¤্রং সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।