অস্তিত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৮ নভেম্বর শুক্রবার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর। শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন খুলনা বটিয়াঘাটা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জীবানন্দ কির্ত্তনীয়া।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মতুয়াচার্য্য সুব্রত ঠাকুর। সম্মেলনের প্রধান সমন্বয়ক জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ মনি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, এ্যাড. তাপস কুমার পাল, রমেন মন্ডল আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. সুনীল কুমার দাস, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সরোজ কান্তি বিশ্বাস খোকন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক, সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি ডাঃ অরুন কান্তি বিশ্বাস, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিরুনাহার ইউসুফ, ভাইস চেয়ারম্যান নিতীশ রায়, ঐক্য পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক প্রানতোষ আচার্য্য শিবু, সহ-সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, মি. রবিনসন মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ অসিত বরন রায়, ঐক্য পরিষদের কোটালীপাড়ার সভাপতি সুভাষ চন্দ্র বালা, মুকসুদপুরের সভাপতি আশুতোষ মৃধা, টুঙ্গিপাড়ার সভাপতি শুকদেব মন্ডল, কাশিয়ানীর সভাপতি রমনী মোহন বিশ্বাস, গোপালগঞ্জ সদরের সভাপতি শিপ্রা বিশ্বাস,পৌর সভা কমিটির সভাপতি এ্যাড. সুশান্ত কুমার সরকার,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পিনাকি রঞ্জন দাস প্রমূখ।
সভাপতিত্ব করবেন জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস, সম্মেলন সঞ্চালনায় ছিলেন সাতপাড় সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক আশীষ কুমার বাগচী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে প্রদীপ কুমার বিশ্বাস সভাপতি ও দুলাল চন্দ্র বিশ্বাস সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।