ফরিদপুর বোয়ালমারীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, উপজেলা আ'লীগের সদ্য প্রয়াত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার সাহা (৬৩)এর শ্রাদ্ধ অনুষ্ঠানে শ্রদ্ধা অর্পণ করতে তার বাসভবণে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ফরিদপুর-১ আসনের সাবেক দুই বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমান।
১৮ নভেম্বর( শুক্রবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে আ'লীগ নেতা প্রশান্ত কুমার সাহার বোয়ালমারী বাসভবনে শ্রদ্ধা অর্পণ করতে আসেন।
ফুলেল শ্রদ্ধা অর্পণ শেষে ফ্রিডম বাংলা নিউজকে তিনি স্মৃতিচারণ করে বলেন প্রশান্ত সাহা আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই ছিলো, আমি যখন কেন্দ্রীয় ছাত্র রাজনীতি করি তখন সে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলো। সে দীর্ঘ রাজনৈতিক জীবনে মানবিক চরিত্র এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সবার সাথে মেলামেশা করেছে।
তাঁর মৃত্যু কোনভাবে আজ মেনে নিতে পারছি না, তারপরেও মেনে নিতে হয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে, স্ত্রী আমাকে দাদা বলে ডাকে সেও আমার ছোট বোনের মত । সন্তান-সন্ততি ও পরিবারকে দেখা রাখা আমার দ্যায়িত্ব, পরিশেষে ঈশ্বরের কাছে প্রার্থনা তাকে ভালো রাখুক এই কামনা করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, আব্দুল্লাহ্ আল মামুন, বসুন্ধরা গ্রুপের পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু,জেলা যুবলীগের সদস্য, শরীফ মো.সেলিমুজ্জামান লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মহাব্বত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।