Can't found in the image content. বেকারের অভিশাপ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করলেন নিতিশ কুমার মন্ডল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

বেকারের অভিশাপ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করলেন নিতিশ কুমার মন্ডল

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২

বেকারের অভিশাপ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করলেন নিতিশ কুমার মন্ডল
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পূর্বমোড়া গ্রামের অনন্ত কুমার মন্ডলের পুত্র নিতীশ কুমার মন্ডল (২৮ )  বি এ পাশ করেও কোন চাকরি না পেয়ে অবশেষে আত্মহত্যা করলেন।

১৮ নভেম্বর( শুক্রবার) সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্ব মোড়া পোড়া ভিটের দক্ষিণে জমিতে  সকাল  ৭ টায়  জমির ধান কাটতে যায় নিতীশ। 

সকাল ৯ টায় নিতীশ এর মা ফুলমালা (৫৫)সকালের খাবার নিয়ে গেলে নিতীশের খোঁজ না পেয়ে পাশেই খুঁজতে থাকেন।
কোথাও খোঁজ না পেলে আশে পাশের লোকজন জমির পাশেই পূর্ব পাশে  মেহেগুনি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলতে দেখেন নিতীশ কুমার মন্ডলকে।

নিতীশ এর চাচাত ভাই বাবুল কুমার মন্ডল( ২৭) বলেন ৫ বছর হলো বিএ পাশ করে চাকরি না পেয়ে হতাশায় ভুগতে থাকেন নিতীশ। পারিবারিক কোন চাপ ছিলো না। কিন্তু গ্রামের বিভিন্ন লোকজন টিপ্পনি কেটে বিভিন্ন সময় বলতেন নিতীশ বিএ পাশ করেও এখনো চাকরি হলো না, মাঝে মাঝেই এমন কটু কথা শুনতেন নিতীশ, যার কারনে চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবারে  নিতীশের বাবা অনন্ত বিশ্বাস (৭০), মা ফুলমালা( ৫৫) ১ ভাই ১ বোন রয়েছে।

বোয়ালমারী থানা পুলিশ ময়না তদন্তের জন্য  লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে আসেন।
ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো.ফারুক শেখ বলেন গত ৫ বছর পুর্বে বিএ পাশ করেন নিতীশ, কোন চাকরি না পেয়ে হতাশায় ভুগতে থাকেন, মানসিক চাপ ও হতাশার কারনে এই আত্মহত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

থানায় অপমৃত্য মামলা হয়েছে মামলা নং-৩৮  লাশ সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের  জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।