Can't found in the image content. নগরের জন্য জলবায়ু অভিযোজন তহবিল গঠনের আহ্বান মেয়র আতিকের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নগরের জন্য জলবায়ু অভিযোজন তহবিল গঠনের আহ্বান মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২

নগরের জন্য জলবায়ু অভিযোজন তহবিল গঠনের আহ্বান মেয়র আতিকের
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, উন্নত দেশ ও দাতা সংস্থার সহযোগিতায় নগরের জন্য জলবায়ু অভিযোজন তহবিল গঠন করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, 'বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, নদী ভাঙন, লবনাক্ততা প্রভৃতির কারণে বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ জীবনের খোঁজে প্রতিদিন রাজধানী ঢাকায় চলে আসছে। প্রতিদিন গড়ে ২০০০ মানুষ ঢাকায় আসছে। শহরের মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া ঢাকা নিজেই জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকার বাসিন্দা ও আগত অভিবাসীদের রক্ষা করতে হবে। জলবায়ু অভিযোজনের বিনিয়োগ করতে হবে।'

জাতিসংঘের আয়োজনে মিসরের পর্যটন নগরী শার্ম আল-শেখে চলমান কপ-২৭ সম্মেলনে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২) স্থানীয় সময় দুপুরে ক্লাইমেট অ্যাকশন জোনে MARRAKECH PARTNERSHIP FOR GLOBAL CLIMATE ACTION ‘HUMAN SETTLEMENTS’ - ACCELERATING CLIMATE ACTION IN HUMAN SETTLEMENTS: WHAT IS AT STAKE?  শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় মেয়র বলেন, 'মোট জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ ঢাকার মতো ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত শহরগুলোকে প্রদান করতে হবে, জলবায়ু উদ্বাস্তুদের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে আবাসনের ব্যবস্থা কর‍তে হবে ও তাদের মর্যাদা দিতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা প্রদান করতে হবে।'

উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী উল্লেখ করে মেয়র বলেন, 'জলবায়ু পরিবর্তনের কারণে শহরে চলে আসা উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এজন্য উন্নত দেশ ও দাতা সংস্থার সহযোগিতা প্রয়োজন। সবচেয়ে ঝুকিপূর্ণদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে গ্রিন জব তৈরিতে গুরুত্বারোপ করতে হবে। স্থানীয় ও জাতীয় উভয় প্রশাসনকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ৪ মিলিয়নেরও বেশি জলবায়ু-সহনশীল কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে।'

সবশেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'ঢাকা উত্তরের মেয়র, C40 সিটিসের ভাইস-চেয়ার এবং মেয়রস মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য হিসেবে আমি জলবায়ু উদ্বাস্তুদের জন্য কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। খাল এবং জলাশয়গুলি পুনরুদ্ধার করে চলেছি। খেলার মাঠ ও পার্ক নির্মাণ করেছি। বৃক্ষরোপণ করছি। ইউনাইটেড ইন বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধীনে C40 সিটিস ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের প্রচেষ্টা স্বীকৃত হয়েছে। সবুজ স্থান সম্প্রসারণের প্রতি আমাদের দৃষ্টি এবং প্রতিশ্রুতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর গড়ে তোলা হচ্ছে'