পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে (৩২) গুলিবিদ্ধ করে হত্যার এক বছরেও অভিযোগ পত্র জমা না দেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় শহরের শহিদ ওমর ফারুক সড়কে দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইখতেজা হাসান প্রমুখ। এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ফয়সাল মাহবুব শুভ হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসির দাবি জানান।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন ও বিদ্রোহী প্রার্থী মাও. নাছির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর রাতে মারা যান শুভ। এ ঘটনায় ৮ নভেম্বর দুপুরে তোফাজ্জেল হোসেন স্বপনের ভাই মোফাজ্জেল হোসেন মল্লিক বাদী হয়ে নাসির উদ্দিন মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। শুভর মৃত্যুর পর আদালতের অনুমতিতে মামলাটি হত্যা মামলায় রুপ নেয়। ফয়সাল মাহাবুব পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভ হত্যা মামলাটির তদন্ত চলমান রয়েছে। এ তদন্ত শেষে দ্রুতই আদালত অভিযোগ পত্র জমা দেওয়া হবে।