নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৫, ২০২১
মাদারীপুরে
মধ্যরাতে হাত বোমা বিস্ফোরণে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাঁদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
গত
সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের
ইউপি সদস্য মন্নান মোল্লার পুরোনো একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুতর
আহতরা হলেন একই ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮)
ও দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।
স্থানীয়
বাসিন্দাদের অভিযোগ, সিডিখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মন্নান মোল্লার একটি
পরিত্যক্ত ঘরে বসে কয়েকজন যুবক গত রাতে হাতবোমা তৈরি করছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের
শব্দ শুনতে পান তারা। এ সময় ওই ঘরটি বিধ্বস্ত হয়।
আহতদের
মধ্যে দুজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি
হলে তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেশীদের
ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপ) নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য
মন্নান মোল্লার লোকজনই এসব হাতবোমা তৈরি করছিলেন।
তবে
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।