টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বাস্তচ্যুত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এালাকায় এনজিও কর্তৃক স্থানীয়দের মাঝে জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে মানববন্ধন করেছে স্থানীয়রা।
১৬ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০ টায় ক্যাম্প ২৬ সংলগ্ন নয়াপাড়া এালাকায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে মেডিয়েটর ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে এনজিও কর্তৃক স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ করায় ও পুনরায গ্যাস এর সরবরাহের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করে। এতে এালাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।
এতে মেডিয়েটর ফোরামের আহ্বায়ক মাও. আবুল হাশিম ও সদস্য সচিব মো. সেলিম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্থানীয়দের মাঝে ৩০% সুবিধা ও পূর্বের ন্যায় জ্বালানি গ্যাস দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। রোহিঙ্গাদের কারনে বনের জ্বালানি নেই। দ্রব্যমুল্য বৃদ্ধি ও কর্মসংস্থান সংকটে পড়েছে স্থানীয়রা।
লাখ রোহিঙ্গাদের মাঝে জ্বালানি গ্যাস সরবরাহ করা হলেও স্থানীয়দের মাঝে দেওয়া গ্যাস হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই অনতিবিলম্বে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করার জন্য দাবী জানান।
মানববন্ধন শেষে টেকনাফ উপজেলা ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।