Can't found in the image content. চুনারুঘাটে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫ |

EN

চুনারুঘাটে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ১৬, ২০২২

চুনারুঘাটে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপলক্ষে চুনারুঘাট উপজেলার আর্জেন্টিনা ফুটবল সমর্থকেরা এক আনন্দ শোভাযাত্রা বের করেছে। র‍্যালিটি আর্জেন্টিনা ও মেসির স্লোগানে মুখরিত করে তোলে সমর্থকেরা। উপজেলায় আর্জেন্টিনার সর্বস্তরের সমর্থকের ব্যানারে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আজ বুধবার চুনারুঘাট উপজেলা গেইট থেকে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুনারুঘাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এ আনন্দ র‍্যালিতে অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকেরা।

এ বিষয়ে জানতে চাইলে এক আর্জেন্টিনার সমর্থক বলেন, আসলে আমরা খুবই আনন্দ উপভোগ করছি। খেলা হচ্ছে একটি বিনোদন। আমরা ফুটবলকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি ও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে ভালোবাসি।

আরেক সমর্থক বলেন, আগামী কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা অর্জন করবে এটাই প্রত্যাশা।