ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ঝালকাঠির ফেরারি আসামি চট্রগ্রামে গ্রেপ্তার

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ১৩, ২০২২

ঝালকাঠির ফেরারি আসামি চট্রগ্রামে গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি (পলাতক) এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪০ বছর বয়সী ঐ আসামির নাম মো. বিলকু হাওলাদার (৪০)। সে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার ফজলু হাওলাদারের ছেলে। এসব তথ্য ফ্রিডমবাংলাকে জানিয়েছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়।

ওসি বলেন, বিলকু একজন পেশাদার ডাকাত। সে নিজ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার নামে ঢাকায় জুয়েলারীর দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এক মামলায় যাবজ্জীবনসহ ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বর্তমানে একটি ডাকাতির মামলা তদন্তাধীন আছে। গ্রেপ্তারের সময় বিলকুর কাছ থেকে লুন্ঠিত বেশ কিছু মালামাল স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে বিলকুকে ঝালকাঠি আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে আমসামীকে জেল হাজতে পাঠিয়েছে।