Can't found in the image content. ফরিদপুর বিএনপি'র গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসছে নেতা-কর্মীরা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

ফরিদপুর বিএনপি'র গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসছে নেতা-কর্মীরা

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: শনিবার, নভেম্বর ১২, ২০২২

ফরিদপুর বিএনপি'র গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসছে নেতা-কর্মীরা
বিএনপির ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশ সফল করতে বিএনপির চেরারপ্যাসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া ও কেন্দ্রীয়  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিন আরা হকের নেতৃত্বে সদরপুর এবং  চরভদ্রাসন থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন।

এসময় অন্যন্যদের মধ্যে অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক খন্দকার মনিরুল হক,সহ-দপ্তর সম্পাদক বিএম রায়হান, সদরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আঃজব্বার ব্যাপারী,যুগ্ন-সাধারন সম্পাদক জহুল ইসলাম আসলামসহ বিপুল সংখক নেতা কর্মী।

এসময় শাহাজাদা মিয়া বলেন, কোন বাধাই বিএনপির এই গনসমাবেশ কে সরকার দাবিয়ে রাখতে পারবে না। শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন।

এসময় সাবেক সংসদ ইয়াসমিন আরা হক বলেন, সরকার বলেছিল তারা আমাদের সমাবেশকে সহযোগীতা করবে। তারা সহযোগীতা তো করেনি বরং তারা নাটকীও ভাবে হরতাল ডেকে বাস ট্রাক বন্ধ করে দিয়ে সমাবেশকে বাধা দিচ্ছে।