চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৪ জনের। পরীক্ষার বিপরীতে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ।
শুক্রবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে করোনা সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামের পিসিআর ল্যাব সমূহে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৭৭ জনের নমুন পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে একই সময়ে ১৭ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে মহানগর এলাকায় ৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামের করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জন।
এদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন জানান, করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিটের শয্যা সংকট দেখা দিয়েছে। চট্টগ্রামের কোনো হাসপাতালেই এখন কোনো আইসিইউ বেড খালি নেই। এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টদের।