ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ৯, ২০২২

গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে নিহত ১
ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপরজনকে আটক করেছে স্থানীয় জনগণ। ৯ নভেম্বর রাতে আনুমানিক বারোটা থেকে দুইটার মধ্যে এই ঘটনাটি ঘটে বলে ধারণ করা হচ্ছে।

ফরিদপুর কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের ইসুফপুর গ্রামে জনৈক হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুটি হতে ট্রান্সফর্মার  চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সফর্মার  ব্লাস্ট হয়ে ইউসুফপুর গ্রামের কোতয়ালি থানার আব্দুস সাত্তার এর পুত্র শাকিল  ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ফরিদপুর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি হতে লাশ নিচে নামায়। 
ঘটনার সময় কোতোয়ালি থানার হোগলাকান্দি গ্রামের  কাশেম শেখ এর পুত্র মজনু  গুরুতর আহত হয়।

ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করে।
কোতয়ালি থানার  হোগলাকান্দি নিবাসী রবিউল ইসলাম এর পুত্র নাসিরকে  চোরের সহযোগী হিসেবে স্থানীয় জনতা আটক করে।

সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক  শ্রীবাস ফ্রিডম বাংলা নিউজকে  জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ চলছে।