ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নি‌ষেধাজ্ঞা বাড়ল

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ৯, ২০২২

বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নি‌ষেধাজ্ঞা বাড়ল
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌তে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১২ ন‌ভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আলীকদমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর অনুরোধের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে চলমান নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া আলিকদম উপজেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, বান্দরবানের চার উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তিন দফায় ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। চতুর্থ দফায় আলিকদম উপজেলা বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় ১২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল প্রশাসন।

উল্লেখ্য, পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের কারণে নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।