Can't found in the image content.
জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ৪, ২০২১
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (পিসিবি),
ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস)
সার্বিক সহযোগীতায় ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেল্থ (এমএসএইচ) এর বেটার হেলথ্ ইন বাংলাদেশ
(বিএইচবি) প্রকল্পের সরাসরি তত্বাবধায়নে দেশের ৩২টি জেলায় মডেল মেডিসিন শপ স্থাপন ও
পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে
দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ৫৬০ জন প্রশিক্ষনার্থীর উপস্থিতিতে ২৭ সেপ্টেম্বর ২০২১,
সোমবার থেকে শুরু হয়ে ১০ অক্টোবর ২০২১, রবিবার পর্যন্ত একটানা ১২দিন (শুক্রবার ব্যতীত)
চলবে। প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন দুপুর ২.৩০ হতে শুরু হয়ে বিকেল ৪.০০টা পর্যন্ত
চলবে।
বগুড়া জেলার ৩১জন এবং ময়মনসিং জেলার ৯জন
গ্রেট সি ফার্মেসী টেকনিশিয়ানের উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্বে
থাকবে (বিএইচবি) প্রকল্পের ট্রেনিং ফিল্ড মনিটর জনাব মোঃ শফিকুল ইসলাম (সবুজ)। উক্ত
প্রশিক্ষণ কর্মসূচীর অর্থায়ন করছে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট
অফিস (এফসিডিও)।