দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ৪, ২০২১
গোপালগঞ্জ
জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সকাল
১০টায় জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব
করেন জেলা প্রশাসক শাহিদা
সুলতানা।
অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন পুলিশ
সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামীলীগের সভাপতি
চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক
মাহাবুব আলী খান, পৌর
মেয়র কাজী লিয়াকত আলী,
গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি ডাঃ অরুন কান্তি
বিশ্বাস জেলা পূজা উদ্যাপন
পরিষদের সাধারন সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, জেলা
তথ্য অফিসার মুঈনুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন
পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক
দুলাল চন্দ্র্র বিশ্বাস, পূজা উদ্যাপন পরিষদ
সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঢালী, শহর কমিটির সভাপতি
প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, প্রমূখ ।
এসময়
জেলার বিভিন্ন উপজেলার ইউওনো, পূজা উদ্যাপন পরিষদের
সভাপতি, সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ ও
সুন্দরভাবে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত
হওয়ার লক্ষ্যে জেলা প্রশাসক ও
পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন।