শীত এলেই যেন সবার আগে তার ছোঁয়া লাগে ঠোঁটে। শীতের শুষ্ক বাতাসে প্রাণহীন হয়ে পড়ে ঠোঁট। ফ্যাকাসে হয়ে যাওয়া, ফেটে যাওয়া, চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ঠোঁট ফেটে রক্তও বের হতে পারে।
শীতকাল জুড়ে মসৃণ ও নরম ঠোঁট পেতে চাইলে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস।
> ঘুমাতে যাওয়ার আগে তো বটেই, সারাদিনই বারবার লিপবাম লাগাবেন ঠোঁটে। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে লিপবামের বদলে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি।
> দাঁত দিয়ে বা হাত দিয়ে টেনে চামড়া ওঠাবেন না ঠোঁট থেকে। জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস থাকলেও সেটা বাদ দিন। এতে ঠোঁট আরও শুষ্ক হয়ে পড়ে।
> গোলাপজলের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁট ম্যাসাজ করুন।
> অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগাতে পারেন। তবে ফাটা ঠোঁটে দেবেন না।
> ঘর আর্দ্র রাখার জন্য ব্যবহার করুন হিউমিডিফায়ার।
> ক্যাস্টর অয়েল বা নারিকেল তেল আঙুলের সাহায্যে ঠোঁটে লাগান। ঠোঁট নরম ও মসৃণ থাকবে।
> ঠোঁট ফাটা রোধ করতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করতে পারেন ঠোঁটে।
> অল্প একটু চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ঠোঁট ম্যাসাজ করুন। জমে থাকা মরা চামড়া দূর হবে।