Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ৪, ২০২১
জায়েদ
খানের নায়িকা হচ্ছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি- বেশ কিছু গণমাধ্যমে
এমন খবর প্রকাশিত হয়েছে।
মূলত শাপলা মিডিয়ার ‘জখম’ ছবিতে ঢালিউড
কুইন অপু বিশ্বাসের অভিনয়
করার কথা ছিলো। কিন্তু
ব্যক্তিগত কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন
তিনি। আর তাই নতুন
নায়িকা হিসেবে শ্রাবন্তীকে নির্বাচন করে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
বিষয়টি
নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে শ্রাবন্তী
নাকি জানিয়েছেন- তিনি জায়েদ খানকে
চেনেন না। তার ড্রাইভার
সুমন (প্রকাশিত খবরে যাকে ম্যানেজার
বলে উল্লেখ করা হয়েছে) গণমাধ্যমকে
জানান, এখনও শ্রাবন্তী সিনেমাটিতে
চুক্তিবদ্ধ হননি। সিনেমাটি নিয়ে বেশ কয়েকবার
তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু
চুক্তি সাক্ষর জাতীয় কিছু হয়নি। তাই
মৌখিক কথার কোনো মূল্য
নেই। এমনকী তিনি নায়ক জায়েদ
খানকে চিনতেও পারছেন না।
এদিকে
শ্রাবন্তীর ড্রাইভারের বরাতে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন জায়েদ খান। ড্রাইভারের দাবিকে
উড়িয়ে দিয়ে তার সঙ্গে
শ্রাবন্তীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে উল্লেখ করে
এই শিল্পী নেতা আরটিভি নিউজকে
জানান, 'শ্রাবন্তী বাংলাদেশে শুটিংয়ে এসেছিলেন। সেই সময়ে এফডিসিতে
তার সিনেমার শুটিং হয়েছে। তখন তিনি বাংলাদেশে
চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে এসেছিলেন। শ্রাবন্তীর সঙ্গে দুই বাংলার সিনেমা
নিয়ে দীর্ঘ সময় আমাদের আলাপ
হয়েছে। সমিতির পক্ষ থেকে তাকে
সম্মান জানিয়ে ক্রেস্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে
দেওয়া হয়েছে।'
তিনি
আরও জানান, 'শ্রাবন্তীর ড্রাইভার আমাকে কিভাবে চিনবে? শ্রাবন্তীকে জিজ্ঞাসা করলে উনি আরও
ভালো বলতে পারবেন। শ্রাবন্তী
কলকাতায় যাওয়ার পরও আমার সঙ্গে
দুইদিন ফোনে নানান বিষয়
নিয়ে আলাপ হয়েছে। ড্রাইভারের
বক্তব্য নিয়ে যারা সংবাদ
প্রকাশ করছেন, তারা মূলত আমাকে
হেয় প্রতিপন্ন করতে এমনটা করেছে।
আমি মনে করি, কয়েকটি
গণমাধ্যম উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এসব নিউজ
করছে। আমি অনুরোধ করবো
সবাই এই ধরনের মিথ্যা
সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন।'
বর্তমানে
‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে
ব্যস্ত সময় পার করছেন
জায়েদ খান। গত ১৫
সেপ্টেম্বর সকাল থেকে গাজীপুরের
হোতাপাড়ায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এই
সিনেমার মাধ্যমে জায়েদের বিপরীতে অভিষেক হতে যাচ্ছে নবাগতা
স্নিগ্ধার। এতে আরও আছেন
ঢালিউডের তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানি।
সিনেমাটি একেবারে ভিন্ন আবহ ও ভিন্ন
গল্পের, মুক্তিযুদ্ধকেন্দ্রিক প্রেক্ষাপটে। এখানে জায়েদ খান একজন বীর
মুক্তিযোদ্ধা।
সিনেমাটি
প্রসঙ্গে জায়েদ খান জানান, 'এই
ছবির জন্য আমাকে লুক
পরিবর্তন করতে হয়েছে। নির্মাতা
প্রকৃত অভিনেতাকে বের করে নিয়ে
আসছেন। প্রতিনিয়ত এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি।
সোনারচর ছবিটি হবে অন্য রকম,
একজন অন্য জায়েদ খানকে
পাবে দর্শকরা।'