রাজধানীর গুলশানে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাকিবুল হাসান বলেন, আজ সকাল সাড়ে ৮টায় খবর আসে, গুলশান-২ নম্বরের ২৪ নম্বর রোডের সেন্ট্রাল মসজিদের পেছনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সকাল ৮টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করার পর সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।