ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শারমিন

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ৬, ২০২২

মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শারমিন
পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করলাে শারমিন আক্তার (১৯) নামে এক পরিক্ষার্থী। রবিবার (৬ নভেম্বর) প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। তার মায়ের নাম শিউলি বেগম। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর পরিক্ষা দিচ্ছেন।

শারমিনের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ্য দিন ধরে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা প্রাইম হসপিটালে শারমিনের মায়ের মৃত্যু হয়। রবিবার সকাল ১০ টায় মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরিক্ষায় অংশ নেয় শারমিন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাে. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরেছি। এ ঘটনা সকলের জন্য হৃদয় বিদারক। সহপাঠী ও পরীক্ষার কেন্দ্রে সচিবরা মেয়েটিকে সহযােগিতা করেছে। আমরা এ ঘটনায় শোকাভিভূত।