Can't found in the image content. কন্যা সন্তানের মা হলেন আলিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কন্যা সন্তানের মা হলেন আলিয়া

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ৬, ২০২২

কন্যা সন্তানের মা হলেন আলিয়া
অবশেষে অপেক্ষার অবসান। আলিয়া ভাট এবং রণবীর কাপুর প্রথম কন্যা সন্তানকে আহ্বান জানালেন তাঁদের জীবনে। কাপুর এবং ভাট পরিবারে খুশির শেষ নেই। 

আজ সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আলিয়া। তখন থেকেই চলছিল অপেক্ষা পরিবার থেকে ভক্তদের। ৫ বছর সম্পর্কে থাকার পর এই বছর এপ্রিল মাসের ১৪ তারিখ আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের মাস দুই পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। সন্তান আসার এই পুরো সময়টা আলিয়া তাঁর আর এক সন্তান ব্রহ্মাস্ত্র ছবির প্রচারেই ব্যস্ত ছিলেন। এর মাঝেই আলিয়া তাঁর প্রথম হলিউড প্রজেক্ট দ্য হার্ট অফ স্টোন ছবির কাজ শেষ করেন। গ্যাল গ্যাডোট রয়েছেন এই ছবিতে। নেটফ্লিক্সে দেখানো হবে এই ছবি। 

অন্যদিকে ব্রহ্মাস্ত্র ছবির সিনেমা হল রিলিজের প্রচারের পর ওটিটি রিলিজের ক্ষেত্রেও তিনি কোনও খামতি রাখেননি। এই ছবি আলিয়ার জন্য বিশেষ সকলেই জানেন।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া তাঁর স্বপ্নের রাজপুত্র রণবীরকে পান। তাই এই ছবি তাঁর হৃদয়ের খুব কাছের। অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়া তাঁর নিজের মাতৃত্বকালীন পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন। সম্প্রতি, কাপুর এবং ভাট পরিবারের মহিলারা আলিয়ার জন্য একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

রণবীর-আলিয়া হাসপাতালে যাওয়ার পর দুই জনের মা নিতু কাপুর, সোনি রাজদান, আলিয়ার দিদি শাহিন ভাটও পৌঁছোন হাসপাতালে। নিতু কাপুর খবর পাওয়ার পর খুবই অনুভুতি প্রবণ হয়ে পড়েন। ঋষি কাপুর এই দিনটির জন্য খুব অপেক্ষা করেছিলেন। সূত্রের খবর থেকে জানা যায়, এটাই বারবার নিতু মনে করছেন। অন্যদিকে, শাহিনও মাসি হয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

আলিয়া চেয়েছিলেন স্বাভাবিক ডেলিভারি হোক। তবে শেষ পর্যন্ত নর্মাল না সিজারিয়ান কীভাবে কন্যার জন্ম দিয়েছেন আলিয়া, তা এখনও তা জানা যায়নি। তবে মা এবং সন্তান দুইজনেই ভাল আছেন, এই খবর জানা গিয়েছে। সকলেই তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মহেশ ভাট দাদু হওয়ার অপেক্ষায় ছিলেন। যখন প্রথম খবর পান আলিয়া মা হতে চলেছেন, তখন তিনি জানান, তাঁর বেবির বেবি হতে চলেছে। আজ আলিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি টাইমসকে জানিয়েছিলেন, নতুন সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।