সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের কারেন্ট জালের হাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ার জাল আগুনেপুরে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় ৬৫হাজার টাকা।
৫ই নভেম্বর শনিবার দুপুরে মধ্যনগর সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃনাহিদ হাসান খান।অবৈধ কারেন্ট জালের দোষী ৪ব্যাবসায়ীকে ২হাজার ও আদালত অবমাননা কারী ১ব্যাক্তিকে ২হাজার মোট ৪ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় বাধা প্রদানের দায়ে ১ব্যাক্তিকে দন্ডবিধি১৮৬০ এর ১৮৯ধারা মোতাবেক ৬মাসের জেলের বিপরিতে ২হাজার টাকা জরিমানা করেন।
অর্থদন্ডিত ব্যাক্তি তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের আব্দুল হাসিমের ছেলে হাবলু মিয়া(৪৮)।
এসময় হাবলু মিয়া নিজের দোষ স্বীকার করে, ভ্রামমান আদালতের কাছে বাকী জীবনে এমন অপরাধ না করা প্রতিশ্রুতিদেন।অবৈধ কারেন্ট ও দোয়ার জাল উন্মুক্ত মাঠে আগুনে ধ্বংস করার সময় নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খান কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।