বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, পরাধীন এই দেশ টাকে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ কে বঙ্গবন্ধু পরাধীন থেকে স্বাধীন করেছে। দেশ কে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।
শনিবার(৫ নভেম্বর২২)ইং দুপুরে টাঙ্গাইলের মধুপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানো প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আ’লীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সমবায়ী বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন সহ অন্যান্যরা।
এর আগে সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে একটি র্যালী বের করা হয়। পরে সেরা সমবায়ীদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেন।
অপরদিকে, ‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে ধনবাড়ীতে শনিবার (৫ নভেম্বর২২) নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমবায় র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন, উপজেলা সমবায় অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস- চেয়ারম্যান জেবউন্নাহার সহ সমবায় সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।